'পাঞ্জাবের ক্যাটরিনা কইফ' এবার কলকাতায়

 

 'পাঞ্জাবের ক্যাটরিনা কইফ' শেহনাজ গিল এলেন কলকাতায়।গিপ্পি গ্রেওয়ালকেও দেখা গিয়েছে কলকাতা বিমান বন্দরে। কিন্তু শেহনাজ  এর এই আগমন কর্মসূত্রেই ।

এসভিএফ-এর প্রযোজনায় একটি পাঞ্জাবি ছবির শুটিং এর কারণে কলকাতায় এসেছেন শেহনাজ। ছবির নাম 'সিং ভার্সেস কৌর'।  এসভিএফ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় এই সিনেমা। পরিচালনা করছেন নবনীত সিং।  গিপ্পি গ্রেওয়ালের সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ গিল। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। 

ছবিতে শেহনাজকে গিলকে কিছু অংশে বাংলায় কথা বলতেও দেখা যাবে। তাই তাঁকে বাংলা শেখানোর ভার এসে পড়েছে টলি অভিনেত্রী অলিভিয়া সরকারের উপর।প্রসংগত উল্লেখ্য পরিচালক অভিরূপ ঘোষ অদৃত কে নিয়ে ৩ বছর ধরে ❝পাগল প্রেমী❞ বলে যে ছবিটি বানাচ্ছেন svf এর ব্যানারে ( যদিও ছবিটি কমপ্লিট হয়নি এখনও) svf এর এই পাঞ্জাবি ছবিটি বাংলা ছবিটিরই রিমেক.....।



Post a Comment

Previous Post Next Post