সোনামণির সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রতীক।

 ছোট পর্দার ‘দাদামণি’ প্রতীক সেন আবারও আলোচনায়। একদিকে জি বাংলার নতুন ধারাবাহিকে চার বোনকে নিয়ে এক অন্য লড়াইয়ের গল্প, অন্যদিকে পুরনো অনস্ক্রিন জুটি সোনামণি সাহাকে ঘিরে নয়া জল্পনা। ‘মোহর’ আর ‘এক্কাদোক্কা’-য় এই জুটির রসায়ন এতটাই মুগ্ধ করেছিল দর্শকদের, যে আজও তাঁদের একসঙ্গে ছবি দেখলেই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে ভালোবাসা আর প্রশ্নে—এটা কি শুধু বন্ধুত্ব, নাকি তার চেয়ে বেশি কিছু?

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতীক জানালেন, “দর্শক আমাদের জুটিকে এত ভালোবেসেছেন, যে পর্দায় আবার একসঙ্গে কাজ করার ইচ্ছেও থাকে। যদিও এখন আমরা খুব ভালো বন্ধু, কিন্তু ভবিষ্যতে আবার একসঙ্গে পর্দায় ফিরতেই পারি।” কথায় ছিল আন্তরিকতা, চোখে লুকনো আবেগ।

প্রেম হোক বা বন্ধুত্ব, এই জুটিকে ঘিরে দর্শকদের আবেগ এখনও একটুও কমেনি—এটাই যেন বারবার প্রমাণ করে দেয়, ভালো কেমিস্ট্রির কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই, শুধু একটা ভালো গল্প আর দুটো সত্যি মানুষ লাগে।





Post a Comment

Previous Post Next Post