তবে কি স্টার জলসার "লক্ষ্মীর ঝাঁপি"কে কটাক্ষ করলেন অভিনেতা জিতু???

সম্প্রতি জিতু তার সোশ্যাল মিডিয়াতে তার ও দিতিপ্রিয়ায় ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, "লক্ষ্মী মেয়েকে ঝাপটি দিয়ে ধরলে তাকেই বলা হয় লক্ষী ঝাপি"। তবে হঠাৎ কেন লক্ষীর ঝাপি প্রসঙ্গেই এই ক্যাপশন দিলেন জিতু? এটা কি নেহাতই একটি ক্যাপশন ,নাকি কটাক্ষ করলেন জিতু স্টার জলসার নতুন সিরিয়াল স"লক্ষীর ঝাপি"কে। 

কমেন্টে অনেকেই বলছেন একই সময়ে এই সিরিয়াল আসছে বলে কটাক্ষ করছেন জিতু। তবে কি সত্যিই মজার ছলে কটাক্ষ করলেন জিতু জলসার নতুন সিরিয়ালটিকে। নাকি এমনিই ক্যাপশনটি দিয়েছেন জিতু। আসলে নতুন ধারাবাহিকটি "চিরদিনই তুমি যে আমার" এর  প্রতিপক্ষ হয়ে মাঠে নামতে চলেছে । এবং শুরু হতে চলেছে এক নতুন লড়াই । সেই কারণেই এই পোস্টটি ঘিরে নেতিজেনদের মনে চলছে নানা জল্পনা কল্পনা।


Post a Comment

Previous Post Next Post