স্টার জলসায় প্রযোজক সুশান্ত দাসের নতুন ধারাবাহিক 'কম্পাস' নিয়ে আসছে কলেজ জীবনের গল্প। এই ধারাবাহিকের মাধ্যমে মডেলিং দুনিয়ার পরিচিত মুখ পর্ণা চক্রবর্তী নায়িকা হিসেবে ছোট পর্দায় পা রাখছেন। এর আগে তিনি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
ধারাবাহিকে পর্ণার বিপরীতে দেখা যাবে অর্কপ্রভ রায়কে, যিনি এর আগে 'তোমাদের রানি' ধারাবাহিকের নায়ক ছিলেন। প্রাথমিকভাবে কলেজ ক্যাম্পাসের গল্প দিয়ে শুরু হলেও, পরে এটি পারিবারিক গল্পের দিকে মোড় নেবে বলে জানা গেছে। প্রায় আট মাস পর ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়, যিনি 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের 'সোহাগ' নামে পরিচিত। তিনি এই ধারাবাহিকে 'বড় বৌ'-এর চরিত্রে অভিনয় করবেন।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ধারাবাহিকের টিজারটি করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির আমেজ নিয়ে এসেছে। টিজারে নায়িকাকে টমবয় লুকে, ছোট চুল, টুপি, জিন্স-টপ এবং স্কেটিং শু পরে কলেজে প্রবেশ করতে দেখা যায়।
ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, স্টুডিও এবং উত্তরবঙ্গের শৈলশহরে এর চিত্রগ্রহণ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে অথবা আগামী মাসেই 'কম্পাস' স্টার জলসায় সম্প্রচারিত হবে।