সুমন মৈত্রর হাত ধরে বড় পর্দায় আসছে নতুন ছবি 'জারিয়া'। যার কেন্দ্রে রেডিও জকি ও প্রতিভাবান গিটারিস্ট অর্জুন। তার গভীর রাতের শো ‘জারিয়া’ এই ছবির আসল স্টার বলা যায়। যা জুড়ে দেয় সুর, গল্প আর আবেগের সেতু । অর্জুনের গান শুনে মুগ্ধ হয়ে যায় তুলিকা নামের এক তরুণী। তবে যে সে তরুণী নয় সে। সে একজন এক স্বাধীনচেতা চলচ্চিত্র পরিচালক। সে শহরের না-বলা কাহিনিগুলো ধরে রাখতে চায় ক্যামেরায়।ক্যাফের এক সুরেলা সন্ধ্যায় তাঁর সঙ্গে অর্জুনের পরিচয়, আর সেই মুহূর্ত থেকেই তাদের দু’জনের যাত্রা শুরু — সৃষ্টির, ভালোবাসার, আর আত্ম-অন্বেষণের। গান আর ছবির ভাষায় তাঁরা খুঁজে পান একে অপরকে আর খুঁজে পান শহর কলকাতার প্রাণ।
জারিয়া ছবির গল্প লেখার পাশাপাশি পরিচালনা করেছেন সুমন মৈত্র, গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ্বর, অমৃতা চট্টোপাধ্যায়, তপতী মুনশি। এই রোম্যান্টিক ড্রামার প্রযোজক অনিমেষ গাঙ্গুলি, প্রযোজনা বেল জার ফিল্মস, সংগীতের দায়িত্ব সামলেছেন মৌলি চক্রবর্তী, ছবিতে গান গেয়েছেন গায়ক: রনজয় ভট্টাচার্য এবং আরও অনেকে।
.jpeg)
