প্রথমবার স্কুলে গেলো ইয়ালিনী,রং তুলি দিয়ে কি মা'এর সঙ্গে কী ছবি আঁকলো?
yalini first school
৩০ নভেম্বর ২০২৩ সালে জন্ম হয় রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনীর। দেখতে দেখতে ১বছর পাঁচ মাস বয়স হয়ে গেল ছোট্ট ইয়ালিনির। তারই মধ্যে রাজ শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির অনেক ছবি প্রকাশ্যে আসে।
আমরা দেখেছি কীভাবে সে তার দাদা ইউভানের সঙ্গে খেলা করতে করতে সময় কাটায়। তার প্রথম জন্মদিনে এক গুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মা শুভশ্রী গাঙ্গুলি। সেই ছোট্ট ইয়ালিনি আজ গুটি গুটি পায়ে প্রথম স্কুলে গেলো মায়ের সঙ্গে।ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়া ছবি সামনে এসেছে। প্রথম দিনেই মায়ের সঙ্গে রঙ তুলি নিয়ে আঁকিবুঁকি করলো ইয়ালিনী। পরণে সাদা ফ্রক চুলে সাদা ফিতে।
Tags
Celebrity News