তবে কি মান-অভিমান বলে আরো কাছাকাছি আসতে চলেছে অপর্ণা-আর্য? Aparna | Arjo| chirodini tumi ja amar

 তবে কি মান-অভিমান বলে আরো কাছাকাছি আসতে চলেছে অপর্ণা-আর্য? Aparna | Arjo| chirodini tumi ja amar | Zee bangla 

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ ধারাবাহীকে মূলত এক অসম বয়সে প্রেমের গল্প ফুটে উঠেছে। অপর্ণার প্রতি যে প্রথম দিন থেকেই আর্যর মন নরম হয়েছে তা ধারাবাহিকের প্রথম দৃশ্যেই স্পষ্ট।


তবে এবার চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে নতুন মোড়। ধারাবাহিক আসন্ন প্রমোতে দেখা গিয়েছে মান-অভিমানের আরও বাড়তে চলেছে। অপর্ণাকে অন্য পুরুষের সঙ্গে দেখে বিরক্ত আর্য। যার সঙ্গে নায়িকার বিয়ে ভেঙেছিল, তার বাইকে চেপেই অফিস এল সে। সেই দৃশ্য দেখেই রেগে লাল নায়ক। অপর্ণার হাত থেকে ওষুধ পর্যন্ত খেল না সে। এই মান-অভিমান কি তা হলে ভালবাসা বাড়বে ? তবে পর্দায় যাই হোক না কেন, বাস্তবে দিতিপ্রিয়া রায় এবং জীতু কমল ভাল বন্ধু হয়ে উঠেছেন। 


ক্যামেরার পিছনের সেই সমীকরণই আগামী দিনে হয়তো আরও এগিয়ে নিয়ে যাবে এই জুটিকে। তবে অপর্ণা আর্য এর মান অভিমান কি তাদের ভালোবাসার সমীকরণকে আরো বাড়িয়ে তুলবে? তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায়। 

Post a Comment

Previous Post Next Post