এবার পুজোয় নতুন জুটি. জন-সুভাঙ্কি গানের নাম দুগ্গা মায়ের জয় .




 পরিচালক অংশুমান প্রত্যুষের হাত ধরে এবার  পুজোয় আসছে নতুন জুটি, জন-সুভাঙ্কি গানের নাম দুগ্গা মায়ের জয় .

টলিউডের আসছে নতুন জুটি দুর্গা পূজার নতুন মিউজিক ভিডিও সেখানে দেখা যাবে  জন ও শুভাংকিকে জুটি হিসেবে| তার সঙ্গে থাকছে বিশেষ চমক জানা গিয়েছে গেস্ট অাপেরিয়েন্সে থাকছেন মদন মিত্র| দেখা যাক কতটা মন জয় করতে পারে এই জুটি? ভিডিওটি প্রোডিউস করেছেন দ্বৈপায়ন এম ,  সম্রাট মণ্ডল , অমিত বেড়া  .

প্রোডাকশন হাউজ - সাই ক্রিয়েটিভ সার্ভিসেস ও এসএস পিকচার .শুটিং ফ্লোর এ এসছিলেন সোভন দেব চট্টপাধ্যায় .গানটির শুটিং হয়েছে মধ্য কলকাতায় পূজোর সব থেকে বড় স্কেল এর গান হতে হবে এই গান টা পুজোর আগেই মুক্তি পাবে এই গান.

Post a Comment

Previous Post Next Post