ভরপুর প্রেমে ডুব অর্জুন-দেবচন্দ্রিমা! কবে আসছে 'তোমাকে বুঝিনা প্রিয়'? Arjun | Debchandrima | Tomaka Bujhina Priyo | Addatimes

 

বর্তমানে যেখানে বাস্তবতার ভিড়ে ফিকে হয়ে যাচ্ছে প্রেম হারিয়ে যাচ্ছে মনের গহনে থাকা অনুভূতি সেখানে ভালোবাসার নতুন এক অধ্যায়, নতুন সিরিজ নিয়ে আসছে 'আড্ডাটাইমস'। ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডাটাইমস'-এ আসছে 'তোমাকে বুঝিনা প্রিয়'। শহুরে প্রেমের ছবি ফুটে উঠবে এই সিরিজের গল্পে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও দেবচন্দ্রমা সিংহ রায়। এই সিরিজের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। পরিচালনায় অরিজিৎ টোটোন চক্রবর্তী। ইতিমধ্যেই সামনে এসেছে সিরিজের পোস্টার। হাতে হাত রেখে পথ চলার ছবি স্পষ্ট হয়েছে সেখানে। জানা যাচ্ছে, এই গল্প পুরোপুরি নিখাদ ভালবাসার। যে মানুষ শুরুতে অপছন্দের জায়গা নেয়, কিন্তু ধীরে ধীরে সেই মনে জায়গা পাকা করে, এমন এক চরিত্রে দেখা যাবে অর্জুনকে। অন্যদিকে, বাস্তববাদী মেয়ে দেবচন্দ্রিমা। হুটহাট করে প্রেমে পড়া, তাঁর ধাঁচে নেই। তবে কীভাবে একে অপরকে মন দিয়ে বসবেন তাঁরা? এই নিয়েই এগোবে গল্প। ইতিমধ্যেই, শহরের বিভিন্ন জায়গায় চলছে সিরিজের শুটিং। চলতি বছরের মাঝামাঝি সময়ে 'আড্ডাটাইমস'-এ মুক্তি পাচ্ছে অর্জুন-দেবচন্দ্রিমার 'তোমাকে বুঝিনা প্রিয়'।

Post a Comment

Previous Post Next Post