ছোটো পর্দায় প্রথম কাজ দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন অহনা দত্ত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকা মিশকা হিসেবে দর্শকদের নজর ফিরেছেন তিনি। তবে কাজের পাশাপাশি, চর্চায় অহনার ব্যক্তিগত জীবন। তাঁর প্রেম, লিভ ইন সম্পর্কে থাকা, গোপনে সামাজিক বিয়ে, আর এবার মা হতে চলা, সবটাই থেকেছে চর্চায়। এবার একেবারে বউ সাজে দেখা গেল অহনাকে।অহনাকে দেখা গেল গোলাপি শাড়িতে। মাথায় টোপর, কপালে কলকা। গা ভরা গয়না। হাতে মেহেন্দির বদলে আলতা… তবে এই সাজ অভিনেত্রীর বিয়ের নয়, বরং একটি ফোটোশ্যুটের। ওয়েডিং শ্যুট করিয়েছেন তিনি। আর লেখেন, 'আমার ৬ মাসের প্রেগন্যান্সির মাথায় করা এই ফটোশুটের কাজ।
একটু ইচ্ছা, কাজের প্রতি ভালোবাসা ও কিছু সহযোগিতামূলক মানুষরা থাকলে সব সম্ভব। আগামী দিনেও কাজের জন্য আমি আছি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়েটা সেরে ফেলেন অহনা-দীপঙ্কর। এরপর ২০২৫-র জানুয়ারি মাসে সামনে আনেন বিয়ের খবর। আর তার মাসখানেকের মধ্যেই জানান, দীপঙ্করের সন্তানের মা হতে চলেছেন ২১ বছরের অহনা। আগস্ট মসের প্রথম সপ্তাহেই আসবে অহনা ও দীপঙ্করের প্রথম সন্তান।

Tags
Celebrity News