মধু চন্দ্রিমার পর এবার মায়াপুর ধামে অভিষেক-শার্লি Abhishek | sharli | maayapur

 

   সদ্যই গাঁটছড়া বেঁধেছেন অভিষেক বসু এবং শার্লি মোদক।২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। অভিষেক বসু এবং শার্লি মোদক সাতপাকে ঘোরা, কন্যাদান বা অন্য কোনও বাঙালি বিয়ের নিয়ম পালন করেননি। সই সাবুদ করেই নিজেদের নতুন জীবন শুরু করেছেন তাঁরা।

 দিন কয়েক আগে মধুচন্দ্রিমাই দেখা মিলেছিল অভিষেক-শার্লির। সেখানে বলিউডি কায়দায় রিল বানিয়ে একে অন্যের সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি ধরা পড়েছিল। আর এবার দুজনকে একসাথে দেখা গেল মায়াপুর ধামে। অভিষেক-শার্লি সোশ্যাল মিডিয়ায় দুজনেই যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে  মায়াপুর ধামে আরতি করছেন তারা পাশাপাশি একাধিক ছবিও শেয়ার করে নিয়েছেন ক্যাপশনে লিখেছেন ভাসাইলাম মন প্রেম সাগরে কৃষ্ণ নামের মালাটি পরে। বলিউড স্টাইলে মধুন্দ্রিমার পর এবার মায়াপুর ধামে ভগবানের আরাধনায় দেখা মিলল তাদের। এই ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা



Post a Comment

Previous Post Next Post