চক্রান্তের শিকার হয়ে মৃত্যুর মুখে আনন্দী !
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আনন্দি।আর আদি এবং আনন্দের মধ্যে অনেক বাধা-বিপত্তি আসে কিন্তু সেই বাধা বিপত্তি কাটিয়ে আবার তারা এক হয়। কিন্তু
কিন্তু এবার আনন্দির সামনে দুটো বাঁধা,মেডিক্যাল কলেজের ফ্রেশার্সে একদিকে প্রফেসর আদির প্রেমে পাগল আনন্দীর সহপাঠী তোর্সা চক্রান্ত করে গলা খারাপ চেষ্টা করে আনন্দীর । অন্যদিকে, সুপায়নের ভাই সুন্দর আনন্দীর বন্ধু হওয়ার ভান করে মারণ ফাঁদ পাতে আনন্দীর জন্য । গান গাইতে স্টেজে উঠেই সুন্দরের ষড়যন্ত্রের শিকার হয়ে অবশেষে মৃত্যুর মুখোমুখি আনন্দী। সত্যিই কি মৃত্যুর কবলে পড়বে আনন্দী ?দেখতে হলে চোখ রাখুন জি বাংলায় সন্ধ্যে ৫: ৩০টায়।
Tags
tv serial