পাহাড়ে 'বলিউড-রোম্যান্টিক' মুডে অভিষেক-শার্লি মধুচন্দ্রিমায় কোথায় গেলেন? | Abhishek | Sharli | romantic mood

 

সদ্যই গাঁটছড়া বেঁধেছেন অভিষেক বসু এবং শার্লি মোদক।২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। অভিষেক বসু এবং শার্লি মোদক সাতপাকে ঘোরা, কন্যাদান বা অন্য কোনও বাঙালি বিয়ের নিয়ম পালন করেননি। সই সাবুদ করেই নিজেদের নতুন জীবন শুরু করেছেন তাঁরা। তবে মালা বদল বা সিঁদুর দান কিন্তু বাদ পড়েনি! বিয়ের দিন শার্লি পরেছিলেন পিচ রঙের লেহেঙ্গা আর গ্রে রঙের ওড়না। অভিষেকের পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি।
 তবে এবার বিয়ের কিছুদিনের মধ্যেই মধুচন্দ্রিমায় গেলেন ফুলকির স্যার। কিন্তু কোথায়? এদিন অভিষেক বসু একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি এবং শার্লি পাহাড়ে রয়েছেন। সেখানে তাঁরা দেশি কালাকার গানটিতে একটি রিল বানিয়েছেন। আর সেই রিলে উঠে এসেছে নিজেদের আদুরে, মিষ্টি মুহূর্ত। রয়েছে নাচ, বলিউডি কায়দায় একে অন্যের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত।
 বাদ যায়নি পাহাড়ের অপরূপ শোভা।এদিন এই ভিডিয়ো পোস্ট করে ফুলকির স্যার ক্যাপশনে বেশ কিছু ইমোজি দেন, সেখানে প্লেন, লাল হৃদয়, পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ে তাঁদের কখনও রং মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছে, তো কখনও বলিউডি স্টাইলে স্লিভলেস ব্লাউজ দিয়ে শাড়ি পরে থাকতে দেখা গিয়েছে শার্লিকে। যদিও তাঁরা মধুচন্দ্রিমায় পাহাড়ে গেলেও, কোন জায়গায় গিয়েছেন সেটা খোলসা করেননি। এদিন অভিষেকের পোস্ট করা ভিডিও দেখে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।





Post a Comment

Previous Post Next Post