নায়ককে নিয়ে দুই নায়িকার মধ্যে ঝগড়া, বিপাকে নায়ক, কে করলেন? Shiboprosad | shrabanti | koushani | amar boss | bohurupi
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এখন শুধু পরিচালক নন তিনি এখন নায়ক ও। আর এই নায়ককে নিয়ে এবার দুই নায়িকার মধ্যে বাধল ঝগড়া? সামনেই মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত এবং শিবপ্রসাদ, রাখী গুলজার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'আমার বস'। বুধবার শহরের একটি হোটেলে ছিল এই ছবির মিউজিক লঞ্চ। আর সেই অনুষ্ঠানেই এসে হাজির, ঝিমলি। ঝিমলি অর্থাৎ কৌশানী মুখোপাধ্যায় এর আগে মুক্তি পেয়েছিল 'বহুরূপী'।
আর সেই ছবিতেই শিবপ্রসাদের বিপরীতে, তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছিল কৌশানীকে। সেখানেই তাঁর নাম হয়েছিল ঝিমলি। অন্যদিকে আমার বস' ছবিতে তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী ও শিবপ্রসাদ। আর তাঁদের পাশাপাশি দেখেই মঞ্চে উঠে আসেন কৌশানী। তারপরেই দুই নায়িকার মধ্যে লেগে যায় নায়ককে নিয়ে ঝগড়া। কৌশানীর দাবি, 'বহুরূপী' আগে মুক্তি পেয়েছে।
তাই তিনিই শিবপ্রসাদের প্রথম স্ত্রী। অন্যদিকে শ্রাবন্তীর দাবি, তিনি মুম্বই থাকেন বলে শিবপ্রসাদ কলকাতায় থেকে তাঁকে ধোঁকা দিচ্ছেন। দুই নায়িকার ঝগড়া যখন চরমে, তখন মধ্যস্থতা করেন শিবপ্রসাদই। তিনিই বুঝিয়ে দেন সবটা। আসলে ৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'আমার বস'। অন্যদিকে এই একই দিনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে দেখানো হবে 'বহুরূপী'। সেই কারণেই একই দিনে মঞ্চে এসেছিলেন দুই নায়িকা। সদ্য মুক্তি পেয়েছে 'আমার বস'-এর ছবির ট্রেলার। ছবি জুড়ে যে আবেগ রয়েছে, তার ঝলক দেখিয়ে নির্মাতাদের অনুরোধ, সবাই যেন বাবা মা কে নিয়ে ছবিটি দেখেন।
Tags
Celebrity News