জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। শুরু থেকেই টিআরপিতে ভালো ফল করে আসছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রাই এবং অনির্বাণের সমীকরণ বারবার বদলেছে। রাইয়ের মেজ বোন নিলুর জন্য বারবার তাদের সম্পর্কের মাঝে কাঁটা হয়েছে অবিশ্বাস। তবে বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে রাই অন্তঃসত্ত্বা এবং অনির্বাণ তাকে যত্ন করে রাখে সবসময়। কিন্তু আবারো তাদের সম্পর্কের মাঝে অবিশ্বাসের কাঁটা।
ধারাবাহিকে যে প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে নতুন ষড়যন্ত্রের শিকার রাই, হাসপাতালে অন্তঃসর্তা অবস্থায় ভর্তি রয়েছে রাই। রাই অনির্বাণকে বলে কথা দাও আমার যাই হোক আমার সন্তান যেন আসে এই পৃথিবীতে রাইয়ের কথা শুনে রাইয়ের হাতে হাত রাখে অনিবার্ণ। কিন্তু পরক্ষণেই দেখা যায় একজন নার্স রাইকে ইনজেকশন দিতে আসে তখন রাই বলে ওঠে এটা কেন দিচ্ছেন আমাকে অনির্বাণ জানে এবং অনির্বাণ কে ডেকে চিৎকার করে ওঠে রাই। তবে কি আবারও আড়াল থেকে কেউ রাইয়ের ক্ষতি করতে চাইছে? নাকি আবারও রায় অনির্বাণের সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়াবে অবিশ্বাস? তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায়
Tags
tv serial