সন্তানের জন্ম দিতে গিয়ে কি প্রাণ হারালো রাই ?
জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিক একের পর এক নতুন মোড়ে যেন ইঙ্গিত করছে ক্লাইম্যাক্সের দিকে। বেশ কিছুদিন হলো শুরু হয়েছে রাইয়ের মাতৃত্ব ট্র্যাক, আর তাতেই যেন উত্তেজনা তুঙ্গে উঠেছে। সাধভক্ষণ দিয়ে শুরু গল্প বাঁক নেয় এক দুঃস্বপ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রাইকে জটিল অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। অপারেশন থিয়েটারের দরজার বাইরে অনির্বাণ দাঁড়িয়ে, তার চোখে একরাশ দুশ্চিন্তা। সে ভেতরের আওয়াজ শুনে কান খাড়া করে জানার চেষ্টা করছে যে রাই কেমন আছে। তখনই রাইয়ের মা তাকে শান্ত করে বলেন, “মা হতে গেলে অনেক কষ্টই সহ্য করতে হয়।” কিন্তু অনির্বাণ যেন নিজেকেই অপরাধী মনে করছে, বারবার বলছে—”রাই অনেক কষ্ট পাচ্ছে”। এরপর দেখা যায়, অপারেশন শেষ করে বেরিয়ে আসেন ডাক্তার। অনির্বাণ অধীর আগ্রহে জানতে চায় সব ঠিক আছে তো? ডাক্তার জানায়, “আপনার মেয়ে হয়েছে”—এই কথা শুনে অনির্বাণের মুখে যেন একটু আলো দেখা যায়, কিন্তু পরক্ষণেই রাইয়ের কথা বলতে গিয়ে থেমে যায় ডাক্তার। আর তাতেই যেন সবকিছু থমকে যায় মুহূর্তেই। এরপর দেখা যায়, অনির্বাণ কান্নায় ভেঙে পড়েছে। রাই কি বেঁচে আছে? সন্তানের জন্ম দিতে গিয়ে কি প্রাণ হারালো সে? তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে
Tags
tv serial