নীলাঞ্জনা ও যিশুর কন্যা সারার বিস্ফোরক মন্তব্য! “এটা হতাশাজনক, মানসিকভাবে ভেঙে দেয়,কিন্তু আপনি আবার ফোন তুলে…” কাকে উদ্দেশ্য করে এমন কথা সারা সেনগুপ্তর?
অভিনেতা যীশু সেনগুপ্তর থেকে কম কিছু নয় তাঁর মেয়ে সারা সেনগুপ্ত। অভিনয়ে পারদর্শী পাশাপাশি মডেলিং দুনিয়ায় রীতিমতো হইচই ফেলেছেন সারা। দেশ-বিদেশের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন সারা। শিশুশিল্পী হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ সিনেমাতে প্রথম কাজ করে সারা। তারপর মডেলিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি।
বাবা-মার ডিভোর্সের গুঞ্জনের মাঝেও নিজের অদম্য ইচ্ছার জেরে সব বাধাকে পেরিয়ে এগিয়ে চলেছে সারা। তবে তারকাদের নিয়ে কোনো না কোনো বিতর্ক যেন লেগেই থাকে। ‘নেপোটিজম’ কথাটির সঙ্গে কমবেশি পরিচিত অনেকেই। যেখানে বলা হয় তারকাদের সন্তানদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে স্ট্রাগলও অনেক কম করতে হয়। বিশেষ সুবিধা পেয়ে থাকেন তারা। একসময় নীলাঞ্জনাও ছিলেন মুম্বইয়ের নামি মডেল পাশাপাশি একজন অভিনেত্রীও। অপরদিকে,যীশু শুধু টলিউড বলিউডের সাথে দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন। তাহলে কী এমনই কিছু কথা শুনতে হয়েছে সারা সেনগুপ্তকে? কেরিয়ারের শুরুর দিকটা কেমন ছিল তার? সেই অভিজ্ঞতাই সবার সাথে শেয়ার করলেন সারা।
যদিও আমার শুরুটা খুব ভালোভাবে হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে আমি কিছু অসাধারণ কিছু কাজের অংশ। তবুও আমি আরও এগিয়ে যেতে চাই, যদি এর অর্থ হয় আরও বন্ধ দরজা এবং কিছু মাথা নাড়ানোর মুখোমুখি হওয়া, তাও। এটা অন্যদের থেকে এক পা এগিয়ে থাকা এবং এটাই একমাত্র উপায়। তাই, আমি ভাবলাম আমার এই জার্নি শেয়ার করি, যাতে তোমাদের এই জার্নিতে একাকীত্ব কম লাগে। কারণ তোমার ভালো দিন আসছে এবং আমি তোমার পাশে আছি।”