এবার সাইবার ক্রাইমের শিকার সুদীপা চ্যাটার্জী।

Sudipa Chatterjee:”দয়া করে,আমাকে ২০০০০ টাকা দিন, আমার খুব দরকার…” বড়সড় বিপদে সুদীপা চ্যাটার্জী, কিসের কথা জানালেন তিনি?

একের পর এক বিতর্কের মাঝে মহাসংকটে সুদীপা চ্যাটার্জী। স্বামী-ছেলেকে নিয়ে দিব্যি সংসার করছেন, আর এর মাঝেই বিপদে পড়লেন তিনি। সাইবার ক্রাইমের শিকার সুদীপা। কিছুদিন আগে নিজের সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে নিজেই জানান সেকথা। তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর আগেও তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, তাঁর ফেসবুক পোস্ট হ্যাক করা হয়েছিল, তাই দয়া করে কিছু আপত্তিকর বিষয় পোস্ট করা হয়ে থাকলে সেটা উপেক্ষা করুন।

আবারও একইরকম ঘটনা ঘটল তাঁর সাথে। তিনি জানান,একটা মানুষের কাছে থেকে মেসেজ আসে,সে বলে আমি না সুদীপা তোমাকে ভুল করে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছি,তুমি কি আমাকে সেটা পাঠাতে পারবে। আমিও কিছু না ভেবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার তিন মিনিট পর দেখছি আমার হোয়াটসঅ্যাপে আমি নিজেই ঢুকতে পারছি না। সবার কাছে মেসেজ যাচ্ছে আমি সুদীপা, আমার সাহায্যের প্রয়োজন। দয়া করে আমাকে তাড়াতাড়ি ২০০০০ টাকা পাঠান। দেড় লক্ষ টাকার জালিয়াতির শিকার হয়েছি।” অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি এই মুহূর্তে বিপদগ্রস্ত। তিনি জালিয়াতির শিকার। আপাতত তিনি সাইবারক্রাইমে জানিয়েছেন। পুলিশ এই মুহূর্তে তদন্ত করে জানবার চেষ্টা করছে।

Post a Comment

Previous Post Next Post