ত্রিকোন প্রেম ও প্রতিশোধের গল্পে একগুচ্ছ তারকা। একসাথে কিঞ্জল - সুহোত্র - কনীনিকা - দেবলীনা। প্রকাশ্যে ছবির নাম "তোমাকে বুঝি না প্রিয়"

 

ত্রিকোন প্রেম ও প্রতিশোধের নতুন গল্পে একগুচ্ছ তারকা অভিনেতা অভিনেত্রী। পরিচালক সায়নদীপ চৌধুরী নিয়ে আসছে তার নতুন ছবি "তোমাকে বুঝি না প্রিয়"। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুজন মুখোপাধ্যায়। থ্রিলারের মোরকে নতুন স্বাদের গল্প বলবে এই ছবি। এক কথায় প্রেমের ত্রিকোনমিতি, খুন, যা কোর্ট রুম ড্রামায় গিয়ে শেষ হচ্ছে। ছবিতে সম্পর্কের গল্প দেখা যাবে। কিঞ্জল নন্দ ও সুহোত্র মুখোপাধ্যায় এর চরিত্র দুটি রয়েছে অনেক মোড়।
ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় কে, অন্যদিকে সম্পর্কের তৃতীয় কোণে রয়েছে অভিনেত্রী দেবলীনা কুমার। ছবিতে সিনেমাটোগ্রাফার হিসাবে রয়েছেন গোপী ভগৎ। সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন শ্রাবন ভট্টাচার্য। 

পরিচালক সায়নদীপ চৌধুরী জানান "এই ছবিতে প্রতিটি চরিত্র খুব প্রানবন্ত। একটি চরিত্র অন্য একটি চরিত্রের সাথে যুক্ত ভালোভাবে যুক্ত, যেটা এই ছবির সবচেয়ে বড়ো অস্ত্র৷ ছবিতে কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুজন মুখোপাধ্যায় সবাই নিজেদের চরিত্রে খুব মানানসই। থ্রিলার ছবির নতুন স্বাদ দেবে এই ছবি৷ তবে এই ছবি শুধুমাত্র থ্রিলার নয়, এই ছবিতে সম্পর্ক, ভালোবাসা, খুন, রহস্যে সবটাই রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে"।
ছবিটি মুক্তি পাবে "পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন" এর ব্যানারে অনিল দেবনাথ এর প্রযোজনাতে। ইতিমধ্যে ছবির প্রিপ্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহর জুড়ে ছবির শ্যুটিং শুরু হবে। বড়োপর্দায় আসছে থ্রিলার ছবি "তোমাকে বুঝি না প্রিয়"।









Post a Comment

Previous Post Next Post