অন্য স্বাদে পুজো শুরু হল রাহুল ও দেবাদ্রিতার ।

প্রতিটি মানুষের কাছে পুজোর অনুভূতি ভিন্ন । তেমনই পুজো উদযাপনের ধরনও ভিন্ন। রাহুল দেবাদ্রিতা তেমনভাবেই পূজো শুরু করলেন ভিন্ন স্বাদে। পুজো শুরু হলো ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদেই। মানুষের মধ্যেই বাস করে ঈশ্বর। জীব সেবাতেই শিব সেবা। অর্থাৎ জীব সেবাতেই ঈশ্বরের সেবার পরম আশীর্বাদ মেলে । 

বৃদ্ধাশ্রম এবং স্পেশাল চাইল্ড দের নিয়ে শুরু করলেন তারা পুজো। পুজোর সময় সেই সকল অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। রাহুল ও দেবাদ্রিতা নিজ হাতে নতুন জামা কাপড় তুলে দিল সেই সকল মানুষদের মধ্যে। এবং তাদের প্রাণ খোলা হাসি ও দুই হাত ভরা আশীর্বাদে রাহুল ও দেবাদ্রিতার পুজো শুরু হল অন্যরকম ভাবে।

Post a Comment

Previous Post Next Post