রাজ চক্রবর্তী প্রযোজনায় এবার আসতে চলেছে "হোক কলরব"। গণেশ চতুর্থীর শুভ লগ্নে সম্পন্ন হল এই ছবির মহরৎ ।
কিছুদিন আগেই একটি ওয়ার্কশপের ভিডিও দেখে আগ্রহ জন্মেছিল দর্শকদের মধ্যে। বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে চলছিল ওয়ার্কশপ। তাদের সকলকেই দেখা গিয়েছে মহরৎ এর অনুষ্ঠানে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সকলকে নিয়ে আসতে চলেছে দর্শকদের জন্য বিশেষ কোনো উপহার। সম্ভবত শুভশ্রী গাঙ্গুলিও থাকছেন এই সিনেমার বিশেষ একটি চরিত্রে। এই গল্প হবে অন্য ধাঁচের। এই ছবিটি সম্ভবত মুক্তি পাবে পরের বছরেই।