টলিপাড়ার চাটুজ্জে পরিবারে উৎসবের ডবল ধামাকা। একদিকে জামাইষষ্ঠী তো অন্যদিকে পরিবারে নতুন সদস্যের আগমন। বাবা হলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। জুন মাসেই ডিউ ডেট ছিল পরম পত্নী পিয়া চক্রবর্তীর। উৎসবের আনন্দকে দ্বিগুণ করে বাবা-মা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।পিয়ার কোল আলো করে এল রাজপুত্র। প্রথমবার সন্তান সুখ উপভোগ করছেন সেলেব দম্পতি। ২৭ জুন পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনের আগেই জীবনের অন্যতম সেরা উপহারটা যে পরমব্রত পেয়ে গেলেন সে কথা বলার অপেক্ষাই রাখছে না। সন্তান আগমনের খুশিতে আহ্লদে আটখানা নিউলি ড্যাডি পরমব্রত।শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরম পত্নী পিয়া চক্রবর্তী। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। জানা যাচ্ছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। জামাইষষ্ঠীর দিন পরমব্রত ও পিয়ার সংসারে এল নতুন সদস্য। শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। সন্তানের আগমনে তাদের পরিবারে আনন্দের বন্যা।পরমব্রতর বাবা হওয়ার খবরে খুশি তাঁর অগণিত ভক্তরা
Tags
Celebrity News