বাবা মেয়ের এক অটুট বন্ধনের গল্প বলবে "বিনি সুতোর টান"। প্রকাশ্যে ফার্স্ট লুক | Bini Shutor Taan #biniShutortaan

              বাবা মেয়ের এক অটুট বন্ধনের গল্প বলবে "বিনি সুতোর টান"।  প্রকাশ্যে ফার্স্ট লুক




পরিচালক সত্যজিৎ দাস এর পরিচালনায় আসছে নতুন ছবি "বিনি সুতোর টান"। প্রকাশ্যে ছবির টাইটেল ও ফার্স্ট লুক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভুবন দে, আয়েশা ভট্টাচার্য, জিয়া মুখার্জি, পায়েল মুখার্জী প্রমুখ।

ছবিতে নীল এর চরিত্রে দেখা যাবে অভিনেতা ভুবন দে কে।  কলকাতা শহরে নীল একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে তার ছয় বছরের কন্যা বিনিকে নিয়ে সংসার চালায় 


ছবিতে নীল এর চরিত্রে দেখা যাবে অভিনেতা ভুবন দে কে।  কলকাতা শহরে নীল একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে তার ছয় বছরের কন্যা বিনিকে নিয়ে সংসার চালায় 

পরিচালক সত্যজিৎ দাস জানান "এই ছবি এক বাবা মেয়ের নিখুঁত ভালোবাসার গল্প বলবে। এক অসহায় বাবার তার মেয়ে কে সুস্থ করে তোলার লড়াই দেখবে। ভুবন দে আর আয়েশা ভট্টাচার্য দুজন দুজনের চরিত্রে দারুন মানানসই। ছবির অনেকটা অংশ ইমোশন। তাই এই ছবিতে দারুন দারুন গান ব্যবহার করা হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে"।

                                                        

ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা শহরে। ছবিটি মুক্তি পাবে "দে এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে। খুব তাড়াতাড়ি বড়োপর্দায় মুক্তি পাবে "বিনি সুতোর টান"।


#tollyfocus
#tollywoodfocuskolkata
#newmovie 


Post a Comment

Previous Post Next Post