নিজের পরিচালনায় বাংলা ছবি 'কাতুকুতু বুড়ো'র শুটিং শুরু করেছেন উজান গাঙ্গুলী। এই ছবিতে অভিনয়ও করছেন তিনি। হঠাৎই শুটিং চলাকালীন ঘটে এক বিপত্তি। জানা গিয়েছে, ক্যামেরা যে ট্রলির উপর দিয়ে চলে, সেই লাইনে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। নানা পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রপ্রচার করতে হতে পারে। আপাতত টানা বিশ্রামে থাকতে হবে তাঁকে। যদিও উজান চোট নিয়েই শুটিং করেছেন। এখন আপাতত বাড়িতে বিশ্রামে তিনি৷
উজান গাঙ্গুলী জানান, "হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চিকিৎ/সক বিশ্রামে থাকতে বলেছেন। আমি ছুটি নিলে ছবির কাজ আটকে যাবে। তাতে অনেক ক্ষতি হবে। আমার জন্য প্রযোজনা সংস্থার ক্ষতি হোক, কখনও চাইব না। তাই পায়ে ব্যথা নিয়েই শুটিং করেছি।"
Tags
Bengali Movie News
