রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে ট্রোলিংএ তোলপাড় সোশ্যাল মিডিয়া.

 

রাঙামতি তীরন্দাজের প্রোমো দেখে সমাজমাধ্যমে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। নেটিজেনদের একাংশ কম্পাস ও রাঙামতির যুগলবন্দি কিছুতেই মেনে‌ নিতে পারেনি। কম্পাসের উড়ন্ত বোট দেখে কটাক্ষের তির ছুড়েছে নেটিজেনরা। 

অন্যদিকে, রাঙাকেও দেশের হয়ে প্রতিযোগীতা লড়তে দেখে নানা কটাক্ষ করেছেন নেটিজেনরা। যদিও স্টার জলসার দুই নায়িকার বিপদের মোকাবিলা করাটা পছন্দও করেছেন অনেকে। কিন্তু বিজ্ঞান নিয়ে এহেন মজা, অপমান কিছুতেই মানতে পারছেন না নেটিজেনরা। ধারাবাহিকের নতুন প্রোমো দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে।



Post a Comment

Previous Post Next Post