এবার বাবা হতে চলেছেন বিক্রম চ্যাটার্জী।

এই প্রথম বাবার ভূমিয়ায় অভিনয় করতে চলেছেন বিক্রম চ্যাটার্জি। বাবা-মেয়ের গল্প নিয়ে বড়োপর্দায় এই প্রথম আসছে বিক্রম চ্যাটার্জি। ছবির নাম "বাবা"। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্তী। নিজের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতে এক পিতার লড়াইকে কেন্দ্র করে এই ছবি। ছবিতে বিক্রম চ্যাটার্জির সাথে দেখা যাবে নবাগতা কিরন মজুমদার। ছবিতে শিশুকন্যার চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী অশ্লেষা। ছবিতে বিক্রম চ্যাটার্জি কে দেখা যাবে গৌরব চরিত্রে ও কিরন কে দেখা যাবে রাই চরিত্রে। অন্যদিকে সাবিত্রী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে। 


অভিনেতা বিক্রম চ্যাটার্জি জানান " জীবনে এই প্রথমবার বাবার চরিত্রে অভিনয় করছি। ফলে দর্শক আমাকে নতুন ভাবে পাবে এই ছবিতে। সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে আমরা বেশির ভাগ সময়ে কথা বলে থাকি। কিন্তু সন্তানকে বড় করার জন্য, তাকে রক্ষা করার জন্য একজন সাধারন বাবা যে কতটা দূর যেতে পারে, সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্প নিয়ে এই ছবিটা"।

একগুচ্ছ তারকা অভিনেতা অভিনেত্রী নিয়ে শ্যুটিং শুরু হবে এই ছবির। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্র গঙ্গোপাধ্যায় কে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে মমতাশঙ্কর কে। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজনীতিক পার্থ ভৌমিক কে।

পরিচালক জিৎ চক্রবর্তী জানান "বিক্রম ও কিরন এখানে এক দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতেই বিক্রমের জার্নি শুরু। শিশু পাচারচক্রের বিষয়ও আসবে গল্পে। এর বেশি কিছু বলা যাবে না। তবে এটা শুধু সম্পর্কের গল্প নয়, রহস্যও আছে। অ্যাকশনও আছে এই ছবিতে। কলকাতা বন্দর এলাকা, ফলতার কারখানা অঞ্চলে সে সব দৃশ্যের শ্যুটিং হবে"।

তবে এই ছবি দিয়ে পরিচালক জিৎ চক্রবর্তী নিজের প্রযোজনা সংস্থা শুরু করছেন, সংস্থার নাম দিয়েছেন "এন্টারটেইনমেন্ট কি জিৎ"। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির। ছবিটি মুক্তি পাবে "এন্টারটেইনমেন্ট কি জিৎ" ও "টস ফিল্মস" এর ব্যানারে।

Post a Comment

Previous Post Next Post