গতকাল ছিল দিতিপ্রিয়া রায়ের জন্মদিন, আর ওই দিনেই টেলিভিশনের ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের জনপ্রিয় নায়ক দিব্যজ্যোতি দত্ত তাঁর বাল্যবন্ধু দিতিপ্রিয়াকে নিয়ে এ কি বললেন? জন্মদিনের শুভলগ্নে সকাল সকাল বন্ধুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। তারপরেই বিশেষ গোপন কথা ফাঁস করলেন দিব্যজ্যোতি।
তাদের দুইজনকে নিয়ে উঠেছিল প্রেমের গুঞ্জন । বন্ধুর জন্মদিনে অভিনেতা গোপন কথা ফাঁস করার ভঙ্গিতে বলেন, আমরা পরস্পরকে অভিনয়ে আসার আগে থেকেই চিনি। আমার বাবা আর দিতিপ্রিয়ার বাবা খুব ভালো বন্ধু। ওরা ছোটবেলায় রোজ একসঙ্গে মাঠে ফুটবল খেলতেন। অভিনেতার এই মন্তব্য থেকেই স্পষ্ট হয় যে তাঁরা দুজনের শুধুই সহঅভিনেতা নন, ছোট থেকেই তারা দুজন দুজনকে চেনেন অর্থাৎ তারা দুজন বাল্যবন্ধু। এর পাশাপাশি অভিনেতা বন্ধু হিসাবে দিতিপ্রিয়াকে যথেষ্ট ভালো মানুষ বলেও দাবি করেছেন।