অবশেষে ধারাবাহিকে ফিরছেন রনিতা !!

রনিতার অভিনীত "দেবী" সিনেমা আসতে চলেছে খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে। এই সিনেমার পোস্টার লঞ্চ থেকে শুরু করে ট্রেলার লঞ্চ প্রতিটি হয়েছে অভাবনীয় পদ্ধতি অবলম্বন করে ।এই সিনেমাটি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক সহ সমস্ত কলাকুশলী গন । তারই ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল আমাদের চ্যানেল । 

সেখানেই আমাদের সাক্ষাৎকারে রনিতাকে প্রশ্ন করা হয়েছিল। আবার কবে ধারাবাহিকে দেখা যাবে রনিতাকে ? সেই উত্তরে রনিতা বলেন, "খুব শীঘ্রই তাকে ধারাবাহিকে দেখা যাবে"। টেলিভিশনের দর্শকদের জন্য এটি খুশির খবর। বেশ কিছু বছর ধরে আবার তাকে দেখতে চাইছিলেন দর্শকমহল। সেটারই অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। কিছুদিনের মধ্যেই আবার ধারাবাহিকে ফিরছেন আপনাদের সকলের প্রিয় বাহামনি অর্থাৎ রনিতা।

Post a Comment

Previous Post Next Post