"বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না — তার চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তার চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।" নাম না করেই নিজের পিসিকে কটাক্ষের বান ছুড়ে দিলেন শ্রীনন্দা শঙ্কর।
সোশ্যাল মিডিয়াতে লেখা পোস্ট করে সেই বিরক্তি উগরে দিলেন শ্রীনন্দা শঙ্কর। বাংলার একটা বড় অংশের মানুষের কাছে রীতিমতো বিরক্তির কারণ হয়ে উঠেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর। বর্তমানে তাঁর বেশ কিছু মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন সাধারণ মানুষ থেকে তারকারা।
অনেকেই তাঁকে 'প্রাচীনপন্থী' বলে দাগিয়ে দিয়েছেন। সময়ের সাথে নিজেকে পাল্টাতে পারেননি তিনি,এমনটাই দাবি নেটিজেনদের। শাড়ির আঁচল নিয়ে হোক বা বাড়ির পুরুষদের দিয়ে স্যানিটারি প্যাড কেনানো বা ছেলেমেয়েদেরকে গুড টাচ আর ব্যাড টাচ শেখানো নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন। তাঁর এমন সব মন্তব্য ভাইরাল হতেই কটাক্ষের ঝড় ওঠে তাঁকে নিয়ে।
এতদিন এটি আটকে ছিল নেটিজেনদের মধ্যে মধ্যে তবে এখন এটি পরিবারের মধ্যেও প্রবেশ করলো। এই লেখাটি নিয়েও এই মুহূর্তে সমাজ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।