প্রথম থেকেই ধুমকেতু নিয়ে উচ্ছ্বাসিত দর্শকমহল। দর্শক তো আশা ছেড়েই দিয়েছিলেন এই সিনেমাটির রিলিজ হওয়ার। কিন্তু বহু বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ১৪ই আগস্ট । এর মধ্যেই দেবের একটি পোস্ট, দেব এবং শুভশ্রী ফ্যানদের করে তুলেছে উত্তেজিত । ছবি পোস্ট করে দেব লেখেন "1st song locked …coming soon" । এই ছবিটি দেখে এবং ক্যাপশন পড়ে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই ধূমকেতুর প্রথম গান রিলিজ হতে চলেছে দর্শকের কাছে । তারই ইঙ্গিত দিলেন স্বয়ং অভিনেতা দেব।