খুব শীঘ্রই আসতে চলেছে ধুমকেতুর প্রথম গান


 প্রথম থেকেই ধুমকেতু নিয়ে উচ্ছ্বাসিত দর্শকমহল। দর্শক তো আশা ছেড়েই দিয়েছিলেন এই সিনেমাটির রিলিজ হওয়ার। কিন্তু বহু বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ১৪ই আগস্ট । এর মধ্যেই দেবের একটি পোস্ট, দেব এবং শুভশ্রী ফ্যানদের করে তুলেছে উত্তেজিত । ছবি পোস্ট করে দেব লেখেন "1st song locked …coming soon" । এই  ছবিটি দেখে এবং ক্যাপশন পড়ে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই ধূমকেতুর প্রথম গান রিলিজ হতে চলেছে দর্শকের কাছে । তারই ইঙ্গিত দিলেন স্বয়ং অভিনেতা দেব।

Post a Comment

Previous Post Next Post