গুরুতর অবস্থায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ইন্ডিয়ান আইডল ১২’-এর বিজেতা পবনদীপ রাজন Pabandip Rajan | Indian idol | car accident
ইন্ডিয়ান আইডল সিজন ১২’ এ অসাধারণ কণ্ঠস্বর দিয়ে দেশজুড়ে খ্যাতি লাভ করেন উত্তরাখণ্ডের প্রতিযোগী ‘পবনদীপ রাজন’। সোমবার ভোররাতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হন পবনদীপ রাজন। ভোর ৩:৪০ নাগাদ ঘটে যায় এই দুর্ঘটনা।
এরপর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে থাকা দুই সঙ্গীও আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের কড়া নজরদারিতে চলছে চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পবনের চেহারায় স্পষ্ট আঘাতের ছাপ। এমন এক সময়েই এই দুর্ঘটনার খবরে কার্যত থমকে গিয়েছে অনুরাগীমহল। সমাজ মাধ্যমে পবনের দ্রুত আরোগ্য কামনা করে ভক্তরা বারবার প্রার্থনা করছেন। এদিন পবনের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে বিস্তারিত কিছু না জানানো হলেও, সূত্রের খবর, আপাতত স্থিতিশীল পবন, চিকিৎসা চলছে। সারা দেশের গানের অনুরাগীরা এখন একটাই প্রার্থনা করছেন—পবনদীপ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরতে পারেন, তাঁর গানে প্রাণ ফিরে পাক ভক্তদের হৃদয়।
Tags
Celebrity News