মা হতে চলেছেন শোভিতা!
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার কোলে আসতে চলেছে প্রথম সন্তান! সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর তাঁদের সংসারে? খবর ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয় নাগা ও শোভিতাকে নিয়ে। কিন্তু সত্যি কি এই খবর? প্রকাশ করলেন নাগা ও শোভিতার এক পারিবারিক সূত্র।
Tags
Celebrity News