সুপায়নের হাত থেকে লাহিরী পরিবারকে কি ভাবে রক্ষা করবে আনন্দী ? Anundi Zee Bangla

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আনন্দী। একের পর এক বাধা বিপত্তি কাটিয়ে লাহিরি পরিবারকে রক্ষা করে চলে সে। এই মহূর্তে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে কে হবে নতুন এমডি সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অপরদিকে সুপায়ন জেলে যাওয়ার পর থেকে সুপায়নের ভাই সুন্দর আনন্দের পরিবারের একের পরে ক্ষতি করার চেষ্টা করে চলেছে। ধারাবাহিকের নতুন যে প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে নতুন রূপে আবারো ফিরে এসেছে সুপায়ন, এবং তাকে বলতে শোনা যাচ্ছে  আমি এসে গেছি আনন্দী ঘোষ। 


এবার নতুন খেলা শুরু। অপরদিকে মেডিনেস্টেএ ভোট বাক্স নিয়ে হাজির হয় আদি। সে বলে ভোটের রায় অনুযায়ী জানা যাবে কে হবে মেডিনেস্টের আগামী এমডি অনিরুদ্ধ লাহিরি নাকি বিজয় লাহিরি। ঠিক তখনই ছদ্মবেশে হাজির হয় সুপায়ন সে বলে দাঁড়ান এখন একটা ভোট  আছে বাকি, এতেও পাল্টে যেতে পারে বাজি।
 আনন্দে তখন বলে ওঠে কে উনি। একটা ভোটে কি খেলা ঘুরে যাবে?  ছদ্মবেশে সুপায়নের আগমনে আবার কোন বিপদের সম্মুখীন হবে লাহিড়ী পরিবার? দেখতে হলে চোখ রাখুন ঠিক রাত সাড়ে নটায় জি বাংলার পর্দায়।



Post a Comment

Previous Post Next Post